প্রথমে দুধ কে ভাল করে জ্বাল দিয়ে ঘন করে নিন।
● কুসুম গরম থাকা অবস্থায় ১/২ চামচ পুরাতন দই মিশিয়ে নিন।
● মিষ্টি খেতে চাইলে পরিমাণমতো চিনি দিয়ে নিন।
● অন্য কালার করতে চাইলে কালার মিশিয়ে নিন।
● তারপর ভাল করে মিশ্রণ করে নিন।
● এবার দই মেকারে বিদ্যুৎ সংযোগ দিয়ে ৫/৬ ঘণ্টা অপেক্ষা করুন।
● হাতের কোন স্পর্শ ও পরিশ্রম ছাড়াই দই তৈরি করা যায়।
● দই তৈরী করার Process খুবই সহজ।
● দই তৈরি করা ছাড়াও কোন কিছু গরমও করা যায়।
● আকর্ষণীয় ডিজাইন ও সম্পূর্ণ Protect সিস্টেম।
● মাপঃ ১৭০*১৭০*১২০ মি.মি
● দুধ ধারণ ক্ষমতাঃ ১ লিটার
● পাওয়ারঃ ১৫ ওয়াট
● ১ বছরের ওয়ারেন্টি